
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের মানবিক সহযোগিতায় গত ৭দিন আগে হারিয়ে যাওয়া উপজেলার
বাঁশিলা মধ্যপাড়া গ্রামের কামরুল খানের মানসিক ভারসাম্যহীন ছেলে মোঃ ফয়সাল খান (২২) কে উদ্ধার করেছে পুলিশ। মানসিক ভারসাম্যহীন ফয়সাল খান হারিয়ে যাওয়ার বিষয়ে,তার মা গত (২৯ অক্টোবর) নলডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরি করেন। ফয়সালকে রবিবার (৩১ অক্টোবর) দুপুরে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
অপর দিকে, একই দিনে বয়স্ক ভাতার টাকা ফিরিয়ে এনে তুলে দেওয়া হয়েছে নলডাঙ্গার শাহাদাৎ আলী সরদারের হাতে।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, ৪হাজার ৫০০টাকা (বয়স্ক ভাতার) ভুলে একজনের বিকাশ নম্বরে চলে যায়। নলডাঙ্গা থানার এএসআই আমজাদ হোসেন অনেক চেষ্টা করে টাকাগুলো উদ্ধার করেন।
রবিবার (৩১ অক্টোবর) উদ্ধারকৃত বয়স্ক ভাতার টাকা শাহাদাৎ আলী সরদারের হাতে তুলে দেয় নলডাঙ্গা থানা পুলিশ।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সর্বোচ্চ চেষ্টা ও মানবিক দ্বায়বদ্ধতা থেকেই আমরা এই কাজগুলো করতে পেরেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোন সমস্যা সমাধানে নলডাঙ্গা থানা পুলিশ সকলের পাশে থাকবে।
