Home গুরুদাসপুর মামাতো ভাইয়ের পা কেটে নিলো ফুফাতো ভাই

মামাতো ভাইয়ের পা কেটে নিলো ফুফাতো ভাই

552
0

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই মিঠু মন্ডলের পা কেটে নিলো ফুফাতো ভাই বাবু মন্ডল ও তার সহযোগীরা।

রাত ৯টার দিকে উপজেলার উপজেলার খুবজিপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনাটি ঘটে। আহত মিঠুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত মিঠু মন্ডল খুবজিপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে।


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও এলাকাবাসী জানায়, উপজেলার খুবজিপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সাথে যোগিন্দ্রনগর গ্রামের জালাল মন্ডলের ছেলে তার ফুফাতো ভাই বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার পর থেকে বাবু মন্ডল সহ তার সহযোগীরা পলাতক রয়েছে।

রাতে মিঠু মন্ডল বাড়ী থেকে বের হয়ে খুবজিপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা তার পথরোধ করে। এসময় মিঠু পালানোর চেষ্টা করলে বাবু সহ আরো কয়েকজন তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে মিঠুর বাম পা কেটে বিচ্ছিন্ন করে দেয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

Previous articleবড়াইগ্রামে আক্রান্ত ১১জনের মধ্যে ৮ জন সুস্থ হওয়ার পথে
Next articleডিমওয়ালা মাছ শিকার করছে জেলেরা : চলনবিলের জন্য অশনি সংকেত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here