Home সিংড়া মুক্ত আকাশে উড়ল চার টিয়া পাখি

মুক্ত আকাশে উড়ল চার টিয়া পাখি

174
0
টিয়া পাখি অবমুক্ত

সিংড়া প্রতিনিধি:
বন্দি খাঁচা থেকে রক্ষা পেয়ে ৪টি টিয়া পাখি মুক্ত আকাশে উড়ে গেল। রোববার বিকেল সাড়ে ৩টায় নাটোরের সিংড়া উপজেলা ভূমি কার্যালয়ের সামনে ৪টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী খান মো. শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী হাবিব প্রামাণিক, জুয়েল রানা প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহেশচন্দ্রপুর এলাকার একটি পাখি কেনা-বেঁচার দোকান থেকে খাঁচায় বন্দি ৪টি দেশী টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবমুক্ত করা হয়েছে।

Previous articleলালপুরে বিএনপির সদস্য সচিব আটক
Next article‘রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী-মেয়র লিটন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here