Home খেলার খবর মুজিববর্ষ ভলিবলে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন

মুজিববর্ষ ভলিবলে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন

280
0
ভলিবল ফাইনাল খেলা

ক্রীড়া প্রতিবেদক:
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাটোর জেলা ভলিবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে ভলিবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি।

এছাড়া রানার্স আপ হয়েছে, নাটোর ফ্রেন্ডস এন্ড ফাইট ক্লাব। ২-০ সেটে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি, নাটোর ফ্রেন্ডস এন্ড ফাইট ক্লাব পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স দলের মাঝে পুরুস্কার তুলে দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী। এসময় নাটোর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: মোহসিন, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সৈয়দ মোর্তুজা আলী বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Previous articleনাটোর বিসিককে সম্প্রসারণ করে শিল্প নগরী হিসেবে ঘোষণার দাবী
Next articleবড়াইগ্রামের গোপালপুর ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আজিজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here