
নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের গোপালপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়তে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের দুই দিন বৃহস্পতিবার সকালে দলীয় নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয়ে তা জমা দিয়েছেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম।
দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘আসন্ন পৌর নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে দীর্ঘ ২০ বছরের অবহেলিত এই পৌরভাকে আলোকিত, মাদমুক্ত, আধুনিক ও পরিছন্ন পৌরসভা গড়তে চান তিনি। নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই পৌরসভার ১০টি ওয়ার্ডে দিন-রাত বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি ও তার নেতাকর্মীরা। সেই সঙ্গে নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি ভোটারদের সামনে তুলে ধরছেন।
তিনি আরো বলেন, এই পৌরসভায় বিগত ২০ বছরে আওয়ামীলীগের কোন প্রার্থী মেয়র হতে পারেনি। প্রতিবার বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হওয়ায় এই পৌরসভা আজও অবহেলিত ও নাগরিকদের জন্য উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি তারা। ফলে নাগরিকরা তাদের প্রাপ্য মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েছে। এই অবহেলিত পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়তে ও পৌরবাসির ভাগ্য পরিবর্তন করতে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে সুযোগ দেবেন বলে মনেপ্রানে বিশ্বাস করেন তিনি ।
আগামী ১৬ জানুয়ারী গোপালপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ।
