Home সংবাদ সারাদেশ যমুনাতে ঘড়িয়াল আটক, উদ্ধার ও অবমুক্ত

যমুনাতে ঘড়িয়াল আটক, উদ্ধার ও অবমুক্ত

293
0
ঘড়িয়াল অবসমুক্ত

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বিল মহিষা যমুনা নদীতে ইসমাইলের জালে উঠে আসল বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল। গতকাল ররিবার রাত ৮টার দিকে প্রাণীটিকে আটক করা হলেও এলাকাটি দুর্গমচর হওয়ায় আজ সোমবার সকালে জানাজানি হয়। পরে উৎসুক জনতা ঘড়িয়ালটিকে দেখতে ভিড় জমায়।

বিবিসিএফ সদস্য সংগঠন-দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে বিস্তারিত তথ্য জানাই। আমি ঘটনাস্থলে গিয়ে পরে তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী বেলকুচি চৌহালী উপজেলা বন কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় বিল মহিষা ইসমাইলের কাছ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করি।

উদ্ধার করার পর ঘড়িয়ালেত স্যাম্পল সরক্ষন করা হয়। পরে মামুন বিশ্বাস ও বন কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় বিল মহিষা যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মামুন বিশ্বাস আরো জানান, যমুনার চরঞ্চলের জেলেদের সবাইকে বন্যপ্রাণীর বিষয়ে সচেতন করতে হবে। গত শুক্রবারে চৌহালীতে ঘড়িয়াল আটক হয়। গতবছরও যমুনা নদীর নওহাটার পশ্চিম এলাকা থেকে আরেকটি ঘড়িয়াল আটক করা হয়েছিল।

Previous articleনলডাঙ্গায় অবৈধ সুঁতিজাল জাল ও বানা উচ্ছেদ
Next articleভেজাল বীজ কারখানায় ছয়লাভ সিংড়া!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here