Home জেলা সংবাদ যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২৫ বছর ধরে পলাতক : অবশেষে স্বামী-স্ত্রী গ্রেফতার

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২৫ বছর ধরে পলাতক : অবশেষে স্বামী-স্ত্রী গ্রেফতার

230
0
২৫বছর ধরে পলাতক

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরে নলডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২৫বছর ধরে পলাতক থেকে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্বামী-স্ত্রী। ২৩ আগস্ট (বুধবার) বিকেলে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, স্বামী শাহাদাত হোসেন (৭০) এবং স্ত্রী নুরজাহান বেগম (৬৫)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, ১৯৯৮সালে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়ীতে প্রবেশ করে হত্যা করে তারা। পরে আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদাত হোসেন এবং নুরজাহান বেগমের বিরুদ্ধে নাটোর সদর থানায় এজাহার দায়ের করেন। সে সময় পুলিশ নুরজাহান বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। কিন্তু শাহাদৎ হোসেন ঘটনার পর হতে থেকেই আত্মগোপনে চলে যায়। ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয় না।

পরবর্তীতে নুরজাহান বেগম আদালত থেকে জামিনে এসে, সেও কৌশলে শাহাদৎ হোসেন এর সাথে আত্মগোপনে চলে যায়। এরপর ২০১৬ সালে আদালত শাহাদত হোসেন এবং নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে রায় ঘোষণা করেন। কিন্তু দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর ২৩ আগস্ট বুধবার বিকেলে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

Previous articleলালপুরে শিশু নির্যাতনে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কারাগারে
Next articleবঙ্গবন্ধুর সেই আব্দুল কুদ্দুস এমপি আর নেই…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here