Home জেলা সংবাদ যৌনহয়রানির শিকার হয়েও চাকুরিচ্যুর্ত মরিয়ম: মানবেতর জীবন-যাপন

যৌনহয়রানির শিকার হয়েও চাকুরিচ্যুর্ত মরিয়ম: মানবেতর জীবন-যাপন

217
0
জয়ীতা নারী যৌনহয়রানী

নিজস্ব প্রতিবেদক:

সহকর্মীর যৌনহয়রানীর শিকার হয়ে মিথ্যা অপবাদে চাকুরিচ্যুর্ত হয়েছে শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন জয়ীতা নারী মরিয়ম খাতুন। চাকুরিতে সক্ষম হলেও দুর্বল তালিকা নাম প্রেরণ এবং টাকা চুরির অপবাদ দিয়ে তাকে চাকুরিচুত্য করেছে ব্রাক। আর এসব করেছেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার আকছেদ আলী।

তবে যৌন নিপীড়নকারী আকছেদ আলীর বিচার, চাকুরি পুর্নবহাল এবং বকেয়া বেতন-ভাতার দাবীতে নিজের শিশু সন্তান সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে জয়ীতা নারী মরিয়ম খাতুন। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচী পালন করেন মরিয়ম খাতুন।

এসময় তিনি অভিযোগ করেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীতে মাঠ পর্যায়ে কাজ করতেন তিনি। এ অবস্থায় ২০১৫ সালে তৎকালীন জেলা ব্যবস্থাপক আকছেদ আলী তার অফিস কক্ষে তাকে যৌন নিপিড়ন করেন। প্রতিবাদ করায় দুর্বল কর্মি হিসাবে তালিকা প্রেরণ করে মরিয়মকে চাকরিচ্যুত করা হয়। স্বামীও তাকে ছেড়ে চলে যায়।

অথচ কর্মদক্ষতার কারনে জয়ীতা হিসাবে স্বীকৃতি পান মরিয়ম। স্বামী,সংসার চাকুরি হারিয়ে গৃহহীণ অসহায় অবস্থায় একমাত্র কন্যাকে নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন মরিয়ম।

এই অবস্থায় সহকর্মীর যৌনহয়রানীর বিচার, চাকুরি পুর্নবহালের দাবীতে বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন মরিয়ম।

তিনি বলেন, আমি আকছেদ আলীর কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারনে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চাকুরিচ্যুর্ত করা হয়েছে। এখন পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবন যাপন করছি। আমার দাবী পুরন না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন তিনি।

Previous articleলালপুরে দুই শিশু ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
Next articleঘরের আশ্বাসে আসলেন ভূমিহীনরা: ইউপি চেয়ারম্যান করালেন মানববন্ধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here