Home মিডিয়া রংধনু এখন নেক্সাস টেলিভিশন

রংধনু এখন নেক্সাস টেলিভিশন

1192
0

রংধনু টিভির নাম পরিবর্তন হয়েছে। এখন থেকে পরিচিত হবে ‘নেক্সাস টেলিভিশন’ নামে। বদলে গেছে কোম্পানির নামও। এখন থেকে কোম্পানির নাম ‘নেক্সাস টেলিভিশন এন্ড মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড’।

তথ্য-বিনোদনের নানা আয়োজন নিয়ে শিগগিরই চূড়ান্ত সম্প্রচারে আসবে ‘নেক্সাস টেলিভিশন’।

রংধনু টিভির এই ফেসবুক পেইজটি দ্রুতই বন্ধ করে দেয়া হবে। আপনি যোগ দিন নেক্সাস টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে।

নেক্সাস টেলিভিশনে নিয়োগের বিজ্ঞপ্তি শুক্রবারের প্রথম আলোতে প্রকাশিত হয়েছে।

Previous articleনারিকেল গাছে সাদা মাছির আক্রমন!
Next articleবিপিএইচসিডিওএ’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হলেন রাজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here