Home শিরোনাম রাজশাহীতে চেম্বার করে বাড়ি ফেরার পথে চিকিৎসক’কে হত্যা

রাজশাহীতে চেম্বার করে বাড়ি ফেরার পথে চিকিৎসক’কে হত্যা

641
0

রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় একজন চিকিৎসক নিহত হয়েছেন।

রবিবার রাত পৌনে বারোটার দিকে চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে তাকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ওই চিকিৎসকের নাম কাজেম আলী আহমেদ। তিনি চরম ও যৌন রোগ বিশেষজ্ঞ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন।

হাসপাতালে একটি সূত্রের দেয়া তথ্য মতে, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে লেখাপড়া শেষে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। রাজশাহীতে যে কয়জন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের মধ্যে ভা. কাজেম আলী অন্যতম। প্রতিদিনের মতো রবিবার লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এসময় তার বুকের ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই সন্ত্রাসীরা।

পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

Previous articleহরতালে বাস শূন্য মহাসড়ক, লাঠি-সোটা নিয়ে আ’লীগের অবস্থান
Next articleবিদেশ পাঠানোর কথা বলে প্রতিবন্ধী জুলেখা হাতিয়ে নিয়েছেন ২ কোটি টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here