
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে রাজশাহী নগরী ও জেলার গোদাগাড়ী এবং বাঘায় এই ঘটনা ঘটে। শুক্রবার নিজ নিজ এলাকায় তাদের মরদেহ দাফন করা হয়।
নিহতরা হলেন- নগরীর কাটাখালি থানার কাপাসিয়া এলাকার কামাল হোসেনের ছেলে মোহাম্মদ মনি (১৩), জেলার গোদাগাড়ী উপজেলার সারাংপুর পুলিশ পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুসাউল হক (১৫), একই উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত রইসুদ্দীনের ছেলে জমসেদ আলী (৫৫) এবং বাঘা উপজেলার ফতেপুর বাউসা গ্রামের সোলেমান হোসেনের ছেলে মোহাম্মদ বাছা হোসেন (২৮)।
নগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, বজ্রঝড়ের সময় রাত ১০টার দিকে আম কুড়াতে গিয়েছিলো মনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আম কুড়াতে গিয়ে বজ্রঘাতে মারা গেছেন বাঘার মোহাম্মদ বাছা হোসেনও। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির মাথায় নিয়ে ফতেপুর বাউসা স্কুলের পিছনের আম বাগানে গিয়েছিলেন ওই যুবক। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ঝড়-বৃষ্টির সময় রাত সাড়ে ১০টার দিকে বাড়ির বাইরে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মারা যান গোদাগাড়ীর ওই দুজন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দুজন। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
