Home শিরোনাম নাটোরে ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নাটোরে ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

583
0

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
রাজশাহী মহানগর জামায়াতের সাবেক নেতা ও ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান বাদশা (৩৫) কে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবারের লোকজন। মঙ্গলবার ভোরের দিকে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। আব্দুল হান্নান বড়াইগ্রাম উপজেলার চান্দ্রাই এলাকার সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল হাই এর ছেলে। সে বোয়ালিয়া থানা জামায়াতের সাবেক সেক্রেটারী ছিলেন। বর্তমানে ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তবে আব্দুল হান্নান বাদশার সন্ধানের জন্য বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি করতে গেছেন তার পরিবার।
আব্দুল হান্নান বাদশার স্ত্রী খাদিজাতুল কোবরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়ির পিছন দরজা দিয়ে দুইটি মোটরসাইকেলে ৫-৬জন সাদা পোশাকধারী বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাদশাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এদিকে, বাদশার সন্ধানের দাবীতে বড়াইগ্রাম থানায় গেছেন তার পরিবার। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করার জন্য অপেক্ষা করছেন তার পরিবার।
এবিষয়ে বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, লোকমুখে ঘটনা শুনেছি। তবে পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন:

Previous articleনলডাঙ্গায় খাদ্য গোডাউন নির্মাণের জন্য জমি হস্তান্তর
Next articleনিখোঁজের পাঁচ দিন পর মিললো মরদেহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here