Home জেলা সংবাদ রাতের-আঁধারে কম্বল নিয়ে ছুটছেন সিংড়ার ইউএনও

রাতের-আঁধারে কম্বল নিয়ে ছুটছেন সিংড়ার ইউএনও

270
0
রাতের আঁধারে ছুৃটছেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়ার চলনবিলে জেঁকে বসেছে শীত। মৃদু শৈতপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করেন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষ।

অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে রাতে কম্বল নিয়ে ছুটে যাচ্ছেন সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু ও সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল হাসান।

বুধবার রাতে চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্ধ শতাধিক ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন ইউএনও।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এসব কম্বল পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে।

Previous articleবড়াইগ্রামে শিশু মুন্নী হত্যায় প্রতিবেশীর যাবজ্জীবন
Next articleমেয়র পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন সাইফুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here