Home শিরোনাম রাবিতে নিহত শিক্ষার্থী হিমেলের জানাযা দুপুর ২টায়

রাবিতে নিহত শিক্ষার্থী হিমেলের জানাযা দুপুর ২টায়

156
0
নিহত শিক্ষার্থী হিমেল

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহবুব হাসান হিমেলের মরদেহ তার নিজ বাড়ি নাটোর শহরের কাপুরিয়াপট্টিতে পৌছেছে।

বেলা ১২টার দিকে রাজশাহী বিদ্যালয়ের পিআপভ্যানে তার মরদেহ নিয়ে আসা হয়। হিমেলের মরদেহ স্থানীয় নববিধান বালিকা বিদ্যালয়ে রাখা হয়েছে।

এসময় হিমেলের মরদেহের সঙ্গে রাবির ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রোভিসি সহ শিক্ষক এবং তার সহপাঠিরা আসেন।

এদিকে, হিমেলের মরদেহ তার বাড়িতে আসার পর হৃদয় বিদারক দৃশ্যের অবতরন হয়। আত্মীয়-স্বজন,এলাকাবাসী, সহপাঠি, শিক্ষকরা কান্নায় ভেঙ্গে পড়েন।

পারিবারিক ও প্রশাসন সূত্র জানায়, আজ দুপুর ২টা বাদ যোহর পুরতান বাস টার্মিনাল পৌর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে তাকে গাড়ীখানা গোরস্থানে দাফন করা হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রশাসন। আর ঘাতক চালকের দৃষ্টান্তমুলক শ্বাস্তির দাবী জানিয়েছেন হিমেলে পরিবার ও সহপার্ঠিরা।

Previous articleনাটোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
Next articleবন্ধুদের কাঁধেই শেষ বিদায় হিমেলের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here