Home শিরোনাম রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই

রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই

467
0
রাস্তার বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ও রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দকে পরিণত হয়েছে। এমনকি উপজেলর বেশ কিছু রাস্তা দেখে বোঝার উপায় নেই যে কোনটা পাকা আর কোনটা কাঁচা রাস্তা। আর এই কারণে যানবাহন ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পাড়েছে ঐ সকল রাস্তাগুলো। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটারসহ নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে এই উপজেলার হাজার হাজার মানুষের।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রাজ্জাক মোড়, জোনাইল, চান্দাই, গোপালপুর হয়ে রাজাপুর যাবার একমাত্র রাস্তাগুলোর কাপের্টিং উঠে গিয়ে ছোট বড় খানা খন্দকে পরিণত হয়েছে। এমনকি রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ফলে এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের মাধ্যম নছিমন, করিমন, ব্যাটারিচালিত অটো, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে।

চান্দাই ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান খেচু জানান, ২০ বছর আগে রাস্তাটি করা হয়েছিল, দীঘদিন থেকে রাস্তা সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে সময়মতো গন্তবস্থলে পৌঁছাতে পারেন না।

জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান রাজ্জাক মোড় থেকে জোনাইল পর্যন্ত কয়েক বছর ধরে রাস্তাগুলো সংষ্কার না করায় খানাখন্দকে পরিণত হয়েছে সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। এলাকাবাসী দাবি জরুরি ভিত্তিতে বড় বড় খানাখন্দক ও ভেঙে যাওয়া রাস্তাগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Previous articleনাটোর জেলা পরিষদের সার্ভেয়ার ও তার সঙ্গীদের ওপর হামলা
Next articleস্থানীয় ৫টি দল নিয়ে গুরুদাসপুরে শুরু হচ্ছে সেপাক টাকরো লীগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here