
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচ এর সমাপনী কুচকাওয়াজ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কাদিরাবাদ সেনানিবাসের শহীদ শামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসময় কুচকাওয়াজ পরিদর্শন করেন মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান। ইঞ্জিনিয়ারিং সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর জেনারেল বশির আহমেদ, অধিনায়ক ট্রেনিং ব্যাটেলিয়ানের লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদুর রহমান খান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কুচকাওয়াজ উপভোগ করেন।
এই সমাপনী কুচকাওয়াজে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে মোট ১হাজার ১০৩ জন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন।
