Home সংবাদ সারাদেশ লাইট হাউজের ভার্চুয়াল সভা: করোনা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে

লাইট হাউজের ভার্চুয়াল সভা: করোনা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে

287
0
লাইট হাউজের ভার্চুয়াল সভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য, জনপ্রতিনিধি, নির্বাচন কমিশন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে জুম প্লাট ফরমের মাধ্যমে উন্নয়ন সংগঠন লাইট হাউজের আয়োজনে দাতা সংস্থা ইউএসএইড, ইউকেএইড এর আর্থিক এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় কোভিড-১৯ অ্যাডভোকেসি অ্যান্ড রেসপন্স কর্মসূচীর আওতায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডভোকেসি সভায় প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজ যাদের জন্য, তারা আসলেই পাচ্ছে কি না, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা, সামাজিক নিরাপত্তা বেস্টনীর জন্য করণীয়, স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতা উত্তরণের উপায়, করোনা ভাইরাস পরীক্ষায় ফি গরীবের জন্য বাঁধা কি না, স্থানীয় সরকার, গণমাধ্যম এবং নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় লাইট হাউজ প্রধান নির্বাহী মো. হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনার শুরু থেকেই সমন্বয়হীনতা ছিলো, কিন্তু বর্তমান আমরা চেষ্টা করছি এই সমন্বয়হীনতা দূর করার। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সকলকে এগিয়ে আসার আহŸান জানান। রাজশাহী সদরের দায়িত্বে থাকলেও তিনি জেলার অন্যান্য এলাকার সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন বলে জানান। করোনা মহামারীর সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারি বিধি মেনে করোনা নিয়ন্ত্রণ ও মোকাবেলায় ভ‚মিকা রাখার জন্যও সকলকে আহŸান জানান।

তিনি আরো বলেন, রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষার জন্য দুটি রিয়েল টাইম পিসিআর ল্যাব রয়েছে আরও একটি স্থাপনের কাজ চলছে। যারা আদিবাসী তারা করোনা পরিস্থিতি নানা ধরণের প্রতিক‚লতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন। তাদের ব্যাপারে আমাদের সমাজে যারা বিত্তশালী রয়েছেন তাদের এগিয়ে আসারও আহŸান জানান।

দাতা সংস্থা ইউএসএইড এর সিভিল সোসাইটি অ্যাডভাইজার সুমনা বিনতে মাসুদ এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের ডেপুটি চীফ অব পার্টি সাহিদ হোসাইন এবং সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সুলতান চাঁদ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাবি প্রফেসর ড. ইলিয়াস হোসাইন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. বুলবুল হাসান, জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা সালাহ উদ্দীন আল ওয়াদুদ, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. চিন্ময় কান্তি দাস, বাসসের সিনিয়র প্রতিবেদক ড. আইনুল হক, সুজনের রাজশাহী সভাপতি সফিউদ্দিন আহমদ, সাংবাদিক নেতা বিএফইউজে সহসভাপতি মো. মামুন অর রশিদ,এসএ টিভি ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, সোনালী সংবাদের কাজী নাজমুল ইসলাম, টিআইবি প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, দি হ্ঙ্গাার প্রজেক্ট ডিএফ মো. আলামিন মিয়া, ভালুকগাছি ইউপি চেয়ারম্যান মো. তাকবির হাসান, দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনা।

অন্যান্য বক্তারা পিছিয়ে পড়া, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা ও করোনার মহামারী থেকে উদ্ধারের জন্য সকল নাগরিকের প্রতি আহবান জানান।

Previous articleবন্যা দূর্গত মানুষদের মাঝে এমপি রত্নার খাদ্য সামগ্রী বিতরণ
Next articleসিংড়ায় হুমকিতে তিন এলাকা: বাঁধ নির্মানের দাবী এলাকাবাসীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here