
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ভেকু চালক সহ দুই জনকে আটক করেছে নৌ পুলিশের সদস্যরা। বুধবার ভোর রাতে উপজেলার মোহরকয়া কয়লার দৌড় এলাকায় অভিযান চালিয়ে ঈশ্বরদীর নৌ পুলিশ তাদের আটক করে। এসময় একটি ভেকু মেশিন জব্দ করে নৌ পুলিশ সদস্যরা।
আটককৃতরা হল, পাবনার ঈশ্বরদী উপজেলার সরাইকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে কামরুজামান (২২), সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, ইজারা ছাড়াই লালপুরের পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছি আটককৃতরা। এতে করে অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য নৌ পুলিশ তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
