
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। এসময় হ্যাকিং চক্রের মোবাইল ফোন, সিমকার্ড জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে, লালপুরের রহিমপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে পারভেজ মোশারফ, আলী হোসেনের ছেলে শাহিনুর এবং জাহিরুল ইসলামের ছেলে শাকিল আহমেদ।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, প্রাবাসী সহ দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল সংঘবদ্ধ চক্রটি।
হ্যাকিং চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হেসেবে গতরাতে লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।
এসময় প্রতারক চক্রের তিন সদস্য পারভেজ মোশারফ, শাহিনুর এবং শাকিল আহমেদ কে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড জব্দ করা হয়।
এই ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে র্যাব।
