Home কৃষি লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

35
0
বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
২০২২- ২০২৩ অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটরের লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, আউশ ধানের বীজ, সার এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৩০ মার্চ) দুপুরে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অডিটোরিয়ামে প্রায় সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ বীজ ও সার বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।

এসময় টিআর প্রকল্পের ৫৫ টি চেক এবং ৮ জন দু:স্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার মাহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাভলু প্রমূখ।

Previous articleসিংড়ায় আড়াই শতাধিক জবাই করা পাখি উদ্ধার
Next articleনাটোরে আ’লীগ-বিএনপির পাল্টা কর্মসূচী: বিএনপির সংবাদ সম্মেলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here