
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের কেশবপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারী সহ ৩জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে মুনতাজ মাষ্টার (৬২), নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন(৬০) এবং একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী খাতুন ( ৩০ )।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মনিবার দুপুর দেড়টার দিকে লালপুর উপজেলার কেশবপুর এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল নারী সহ তিনজন ব্যক্তি।
এসময় একটি মালবাহি ট্রেন আসলে ওপর লাইনে পার হয় তারা। এসময় ওপর রেল লাইন দিয়ে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসছিল।
এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে অবগত করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
