
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে আব্দুলপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনে ওঠার সময় নুরুজ্জামান ইন্তাজ নামে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। শিক্ষার্থী নুরুজ্জামান ইন্তাজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু জানান, শনিবার সকাল ৮টার দিকে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে এসে থামে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুজ্জামান ইন্তাজ কিছু কেনার জন্য ট্রেন থেকে নামে। এসময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিলে দৌড়ে দ্রুত ট্রেনে ওঠার চেষ্টা করে ইন্তাজ। এসময় হাত ফসকে ট্রেন লাইনের ওপর পড়ে গেলে কাটা পড়ে সে।
পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত নুরুজ্জামান ইন্তাজ ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার এ্যাড: ইসাহাক আলীর ছেলে বলে জানা গেছে।
