
নিজস্ব প্রতিবেদক, লালপুর:
১৬ জানুয়ারী দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলির নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন উপজেলা আওয়ামীলীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা -কর্মীরা।
মঙ্গলবার সকালে পৌরসভা এলাকার বিরপাড়া গ্রামে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তাঁরা । ওই এলাকায় গণসংযোগ, প্রচার ও প্রচারনা সহ ভোটারদের মধ্যে নৌকা প্রতীককের লিফলেট বিতরণ করা হয় ।
এসময় অংশ গ্রহন করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সেলিম রেজা প্রমুখ ।
