
লালপুর প্রতিবেদক
নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে লালপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার নবীনগর এলাকার পদ্মানদীর তীর থেকে অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পদ্মা নদীর নবীনগর এলাকার তীরে অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লালপুর থানার (ওসি) সেলিম রেজা জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক মহিলার লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখনও পরিচয় জানা যায় নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
