
নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে দাউদ ইসলাম নামে এক ইটভাটা মালিককে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার কয়লার ডহর এলাকায় অভিযান চালিয়ে় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, পানি শূন্য পদ্মা নদী থেকে অবৈধ ভাবে ভরাট বালু উত্তোলন করে আসছে দাউদ ইসলাম নামে এক ব্যক্তি।
পরে দুপুরে অভিযান চালিয়ে বালু উত্তোলণ বন্ধ করে দেওয়া হয়। এসময় ইট ভাটা মালিক দাউদ ইসলামকে একলাখ টাকা জরিমানা করা হয়। কেউ অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
