Home শিরোনাম লালপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ: পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ

লালপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ: পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ

130
0
লালপুরে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির ৬ কর্মী আহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার গৌরিপুরে জেলা বিএনপির সদ্য প্রয়াত আহবায়ক আমিনুল হকের শোকসভা ও কেন্দ্রিয় বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে উপজেলা বিএনপি। গৌরিপুরে সমাবেশ করার পর বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পালিদহ এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে।

এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠি চার্জ ও কয়েক রাউন্ড গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় আব্দুল মজিদ ও আমির হোসেন নামে বিএনপির ৬ কর্মী আহত হয়।

মঙ্গলবার বিকেলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলার এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, বিএনপির শান্তিপুর্ন কর্মসূচীতে পুলিশ বিনা উস্কানিতে লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এছাড়া আওয়ামীলীগ কর্মীরাও মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করেছে।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, পুলিশের কেউ আহত হয়নি। তবে কত রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে পরে বলা যাবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Previous articleনাটোরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
Next articleবাল্য বিবাহ না করলে উচ্চ শিক্ষার দায়িত্ব নিবো-নাটোরের ডিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here