Home লালপুর লালপুরে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

লালপুরে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

208
0
লালপুরে পুকুর খনন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে জসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার কদিমচিলান ইউপির সেকচিলান এলাকায় এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,‘ আইন অমান্য করে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন বন্ধে উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় (মাটি খনন যন্ত্র) এক্সেভেটরের ব্যাটারী জব্দ করা হয়।

এব্যাপারে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পুকুর খনন বন্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।’

Previous articleনাটোরে বাসস্থানের দাবিতে ছিন্নমূলদের মানববন্ধন
Next articleসিংড়ায় হাজারো কর্মী নিয়ে ইউপি চেয়ারম্যান রুবেল’র মনোনয়ন জমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here