Home শিরোনাম লালপুরে বন্ধ ২৫ কিন্ডার গার্ডেন স্কুল: শিক্ষকরা ভিন্ন পেশায়

লালপুরে বন্ধ ২৫ কিন্ডার গার্ডেন স্কুল: শিক্ষকরা ভিন্ন পেশায়

213
0
কিন্ডার গার্ডেন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
করোনায় বন্ধ থাকার কারণে আর্থিক সংকটে পড়ে নাটোরের লালপুরে ২৫টি কিন্ডার গার্ডেন স্কুল বন্ধ হয়ে গেছে। এতে বন্ধ সহ অন্যান্য কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকরা আর্থিক সংকটের পড়ে বিভিন্ন পেশায় চলে গেছে বলে জানা গেছে।

এছাড়া করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের সময়ের ঘর ভাড়ার টাকা পরিশোধ করতে গিয়ে নি:স্ব হতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এছাড়া করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে অনেক স্কুল কর্তৃপক্ষ তাদের ঘর ভাড়া দিতে না পারাই স্কুলের ঘর গুলো কেড়ে নিয়েছে ঘর মালিকারা।

সোখানে ঘর গুলো ভেঙ্গে অট্টোলিকা ও মার্কেট গড়ে তুলেছে তাঁরা।এতে শিক্ষা কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠান গুলো।

এবিষয়ে বেগম রোকেয়া কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন,করোনা মহামারির কারণে সমস্ত কিছু উল্লা-পাল্টা করে দিয়েছে। করোনার সময় সরকারী কোন প্রকার সহযোগীতা না পাওয়ায় পেটের দায়ে শিক্ষক ও কর্মচারীরা অন্য পেশায় চলে গেছে।

তিনি আরো বলেন, ঘর মালিক ঘর ভাড়ার একটি টাকাও ছাড় দেয়নি। ঘর মালিক উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট নালিশের মাধ্যমে ঘর ভাড়ার সমস্ত টাকা আদায় করে নিয়েছে। এখন নি:স্ব অবস্থায় দিন যাপন করছি।

এবিষয়ে.লালপুর উপজেলা কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ বলেন, লালপুর উপজেলায় ৫০ টির অধিক কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে।করোনা কালীন দীর্ঘ দিন বন্ধ থাকায় প্রতিষ্ঠানের আয় ও সরকারী ভাবে কোন প্রকার সহযোগীতা না পাওয়ায় ২৫টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে গেছে।

এবিষয়ে লালপুর উপজেলা কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন এর সভাপতি সাইদুজ্জামান লিটন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকার কারণে আর্থিক সংকটে পড়ে শিক্ষকরা বিভিন্ন পেশায় চলে গেছে।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাম্মী আক্তার বলেন, সোনালী ব্যাংকের সহায়তায় কিন্ডার গার্ডেন স্কুল গুলোর কিছু শিক্ষককে সহযোগীতা করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া স্কুলের বিষয়ে অবগতি নেই বলে জানান তিনি।

Previous articleপণ্য-টাকা কোনোটিই দিচ্ছে না প্রিয়শপ!
Next articleলিটনের ছাদ বাগানে ৩০ধরনের ফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here