
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান কে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে তার নিজ বাড়ী থেকে লালপুর থানা পুলিশ তাকে আটক করেন।
গত ৬সেপ্টেম্বর উপজেলার গৌরীপুর এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালীন অবস্থায় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,আটককৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
