
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫৮ নেতা-কর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ২ থেকে ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বাদি হয়ে গত রাতে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চত করেছেন লালপুর থানার ওসি মোনেয়ারুজ্জামান।
ওসি জানান, মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার সময় পালিদেহা এলাকায় পুলিশ বাধা দিলে বিএনপি কর্মিদের সাথে সংঘর্ষ বাধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্ট গান ও টিয়ার সেল নিক্ষেপ করে।এতে অন্তত বিএনপির ১২ কর্মি আহত হয়।
এই ঘটনায় রাতেই লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বাদি হয়ে বিএনপির ৫৮ নেতা-কর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ২ থেকে ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে মহিরুদ্দিন ও তুহিন মাস্টার নামে ২ বিএনপি কর্মিকে আটক করে বলে জানা যায়।
