নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের গোপালপুর সাংবাদিকদের সংগঠন মডেল প্রেসক্লাবের উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো।

রবিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্লাবটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মাী আক্তার।

উদ্বোধন শেষে ক্লাবের সভায় আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।

এসময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, দেশের দূর্ণীতি ও অনিয়ম তুলে ধরে দেশের মানুষের চোখ খুলে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব। তেমনি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জাতির সামনে প্রকাশ করে মানুষকে জানানো সাংবাদিকদের কর্তব্য। সংবাদিকদের আরো দায়িত্ববান হয়ে কাজ করার জন্য আহবান জানান তিনি।

ক্লাবের আহবায়ক শাহ আলম সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির, লালপুর থানার ওসি ফজলুর রহমান, সাংবাদিক ইসাহাক আলী, তৌহিদ আক্তার পান্না ও মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

এছাড়া সাংবাদিক সাহীন ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ সুধীজনরা ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

Previous articleসিংড়ায় স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের মধ্যে ১২জনের পদত্যাগ
Next articleগুরুদাসপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here