Home লালপুর লালপুরে শিশু নির্যাতনে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কারাগারে

লালপুরে শিশু নির্যাতনে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কারাগারে

169
0
শিশু নির্যাতন

নাটোরের লালপুরে তিনশিশুকে যৌন নির্যাতনের ঘটনায় পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য শফিউল ইসলাম ওরফে শফিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার মাধবপুর তার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত পুলিশ সদস্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর এলাকার মৃত আজহার প্রামানিকের ছেলে।

পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, বুধবার বিকেলে উপজেলার সালামপুর রাশিদুলের স’মিল থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শফি তিনজন শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়।

এসময় তাদের বলাৎকার করে শফি। পরে তাদের চিৎকারে স্থানীয়রা টের পেয়ে শফিকে আটক করে পুলিশে দেয়। পরে তিনজনের মধ্যে দুইজন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুগুলোর পরিবার থানায় মামলা দারে করে।

মামলায় উজ্জলকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার লালপুরের আমলি আদালতে তোলা হয়। এসময় বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

Previous articleনাটোরে ৪কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার: আটক ২
Next articleযাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২৫ বছর ধরে পলাতক : অবশেষে স্বামী-স্ত্রী গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here