Home লালপুর লালপুরে ৪টি আগ্নেস্ত্রা ও ১২৫রাউন্ড গুলি উদ্ধার

লালপুরে ৪টি আগ্নেস্ত্রা ও ১২৫রাউন্ড গুলি উদ্ধার

59
0

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোরের লালপুরের বিলমাড়িয়া থেকে একটি শর্টগান, ৩টি কাটা রাইফেল এবং ১২৫রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, গতরাত ২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বাথানবাড়ি এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ সদস্যরা।

এসময় পুলিশ সদস্যদের দেখে মোটরসাইকেলে থাকা তিনজন সন্ত্রাসী বস্তাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি শর্টগান, শর্টগানের ২৫রাউন্ড গুলি, তিনটি কাটা রাইফেল এবং ১০০রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি চরে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য কোন গোষ্ঠির হতে পারে বলে ধারনা করছে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Previous articleনাজেসাসের সভাপতি দীপঙ্কর লাহিড়ী, সা. সম্পাদক শ্রাবণ
Next articleঈদে ২৭ হাজার মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দিচ্ছে এমপি বকুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here