Home সজাগ অনুসন্ধান লালপুরে ৪ হাজার কেজি ভেজাল গুড় জব্দ: ৩লাখ টাকা জরিমানা

লালপুরে ৪ হাজার কেজি ভেজাল গুড় জব্দ: ৩লাখ টাকা জরিমানা

455
0

নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ কেজি ভেজাল গুড় জব্দ করেছে র‌্যাব। এসময় বাদশা নামে এক গুড় ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় লালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শনিবার বিকেলে লালপুরের মহরকয়া গ্রামে বাদশা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর বাড়িতে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। তিনি আখ ও খেজুরের নিম্ন মানের গুড়ের সঙ্গে ভেজাল পণ্য ব্যবহার করে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করার কথা স্বীকার করেন। পরে তাঁর বাড়ি থেকে ৪ হাজার ২০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।

র‌্যাব জানায়, অভিযান পরিচালনার সময় লালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া আফরিন ঘটনাস্থলে যান। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে মো. বাদশাকে তিন লাখ টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করা হলে বাদশাকে ছেড়ে দেওয়া হয়।

Previous articleরাজশাহীতে বিএনপির মহাসমাবেশ: নাটোর থেকে রাজশাহীগামী সকল বাস চলাচাল বন্ধ
Next articleলালপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি: ৯টি চরের বাড়ি-ঘরে ঢুকে পড়েছে পানি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here