
এ কে সরকার শাওন
লিসির বিশাল রজনীগন্ধা বাগে
অভিমানে ফিরে আসার ক্ষণে,
পিছনে ফুলের সমুদ্র ফেলে এসে
জড়িয়ে ধরলে পিছনপানে!
উল্টোদিকে ফুলের দেশে
অপলক তাকিয়েছিলাম তখনি!
ফুলের ক্যানভাসে ভেসে উঠলো
কাজল ধোয়ার স্রোতস্বিনী!
ফুলের মত কোমল নাক
পিঠে ঘষে অফুরন্ত অশ্রু কালি!
সেদিন পিঠে লিখে লিখে তুমি
রচেছিলে ভালবাসার পদাবলী!
ঝাপসা চোখের পাতায় দেখা,
অামি তা আজো ভুলি নাই!
তুমি লিখেছিলে পিঠের পাতায়
ভালবাসি ভালবাসি তোমায়!
পিছন পানে জড়িয়ে ধরার
অনুভূতির হয়নি শেষ!
হৃদয় মাঝে আজো বাজে
লিসির বিদায়ের রেশ!
কবিতাঃ লিসির বিদায়ের রেশ!
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
