Home সাহিত্য ও সংস্কৃতি লিসির বিদায়ের রেশ!

লিসির বিদায়ের রেশ!

320
0
একে সরকার শাওন

এ কে সরকার শাওন

লিসির বিশাল রজনীগন্ধা বাগে
অভিমানে ফিরে আসার ক্ষণে,
পিছনে ফুলের সমুদ্র ফেলে এসে
জড়িয়ে ধরলে পিছনপানে!

উল্টোদিকে ফুলের দেশে
অপলক তাকিয়েছিলাম তখনি!
ফুলের ক্যানভাসে ভেসে উঠলো
কাজল ধোয়ার স্রোতস্বিনী!

ফুলের মত কোমল নাক
পিঠে ঘষে অফুরন্ত অশ্রু কালি!
সেদিন পিঠে লিখে লিখে তুমি
রচেছিলে ভালবাসার পদাবলী!

ঝাপসা চোখের পাতায় দেখা,
অামি তা আজো ভুলি নাই!
তুমি লিখেছিলে পিঠের পাতায়
ভালবাসি ভালবাসি তোমায়!

পিছন পানে জড়িয়ে ধরার
অনুভূতির হয়নি শেষ!
হৃদয় মাঝে আজো বাজে
লিসির বিদায়ের রেশ!

কবিতাঃ লিসির বিদায়ের রেশ!
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া

Previous articleসিংড়ায় ৩দিন ব্যাপি খামারী প্রশিক্ষণ
Next articleফ্রন্ট লাইনার যোদ্ধাদের স্বরণ করলো উত্তরা গণভবনের কর্মচারীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here