
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় শত ভাগ পাশ করেছে শিক্ষার্থীরা। আর জিপিএ-৫ পেয়েছে ৯জন।
স্কুল সূত্রে জানা যায়, এই বছর নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মোট ৪৬জন পরীক্ষায় অংশ গ্রহন করে। এরমধ্যে সকলেই পাশ করেছে।
আর জিপিএ-৫ পেয়েছে মোট ৯জন। এর মধ্যে গোল্ডেন প্লাস পেয়েছে ৫জন। তবে গত বছরের তুলনায় এবার ভাল ফলাফল করেছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের এই সাফল্যে সকলকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিএম ইস্রাফিল ইসলাম বলেন, নিয়মিত পাঠদান আর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারনে বিদ্যালয়ের এই সাফল্য। আগামী দিনে এই সাফাল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেস্টা থাকবে।
নাটোর জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০০৬সালে প্রতিষ্ঠিত হয়।
