
রিপোর্টিং ও ডেস্কের জন্য এক ঝাঁক তরুণ উদ্যমী সাংবাদিক খুঁজছে কালের কণ্ঠ।
পদ : শিক্ষানবিশ রিপোর্টার ও শিক্ষানবিশ সহ-সম্পাদক।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অগ্রাধিকার)
অভিজ্ঞতা: থাকলে ভালো। জরুরি নয়।
দক্ষতা: দেখাও সম্পাদনায় দক্ষ। ভালো বাংলা লিখতে জানতে হবে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও পারদর্শী।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ : ২০ জুন ২০২০
পাঠাতে হবে এই ঠিকানায়:
মানবসম্পদ বিভাগ, কালের কণ্ঠ, প্লট ৩৭১/এ
ব্লক ডি, বসুন্ধরা, বারিধারা, ঢাকা ১২২৯
অথবা
