Home নলডাঙ্গা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যাক্তি গ্রেফতার

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যাক্তি গ্রেফতার

247
0
শিশু যৌন নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এ ঘটনায় থানায় মামলা হলে রাতেই ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম জামাল হোসেন মৃধা ,তিনি উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আব্দুস সাত্তার মৃধার ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে উপজেলার পূর্ব মাধনগর ফসলি মাঠে শাক তুলতে যায় ৭ বছরের ওই শিশু। এ সময় জামাল হোসেন একা পেয়ে পিছন থেকে ঝাপটে ধরে বিভিন্ন গোপনাঙ্গে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার সময় ওই নির্যাতিত শিশুর দুই বান্ধবী ছুটে এসে প্রতিবাদ করলে তাদের পানিতে ডুবিয়ে মেরে ফেলার হুমকি দেয়। পরে বিযয়টি পরিবার কে জানালেও সঠিক ভাবে চিনতে না পারায় নাম বলতে পারেনি।

এ ঘটনার কয়েকদিন পরে নির্যাতনকারী ওই ব্যাক্তি তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে চিনতে পেরে পরিবারের লোকজন কে জানায় শিশুটি।বিযয়টি এলাকায় জানাজানি হলে আপোস মিমাংসা করার জন্য চেষ্টা করে প্রভাবশালীরা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার শিশু শাক তুলতে গেলে জামাল হোসেন নামের ওই ব্যাক্তি পিছন থেকে ঝাপটে ধরে যৌন নিপীড়ন করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করলে বুধবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। বৃস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত জামাল হোসেন কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Previous articleসিংড়া ডায়াবেটিকে চিকিৎসা সামগ্রী দিলেন প্রতিমন্ত্রী পলক
Next articleসিংড়ার সাংবাদিক লতিফ মাহমুদ ক্যান্সারে আক্রান্ত: প্রয়োজন আর্থিক সহায়তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here