Home অন্যান্য শেখ হাসিনা সরকারের সময় কেউ গৃহহীন থাকবে না- আইসিটি প্রতিমন্ত্রী পলক

শেখ হাসিনা সরকারের সময় কেউ গৃহহীন থাকবে না- আইসিটি প্রতিমন্ত্রী পলক

290
0
কেউ গৃহহীন থাকবেনা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারাদেশে নয় লাখ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে এসব পরিবারের তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে তাদের গৃহ নির্মাণ করে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোন পরিবার আর গৃহহীন থাকবে না।

বৃহস্পতিবার সকালে প্রতিমন্ত্রী পলক সিংড়া উপজেলার মাঝগ্রাম এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন কালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন-আল-ওয়াদুদ, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. রুহুল আমিন, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, লালোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।

নির্মাাণাধীন এসব গৃহ পরিদর্শন শেষে মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও চৌগ্রামে এক হাজার চারশত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।

Previous articleবড়াইগ্রামে হাতুরে ডাক্তারের বিচার দাবীতে মানববন্ধন
Next articleসিংড়া পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here