
নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের ছুটির আগে শেষ কর্ম দিবস থাকায় আজ সকাল থেকেই নাটোর শহরে লেগে ছিল তীব্র যানজট আর বাড়তি ভির।শহরের ব্যস্ততম ছায়াবানী মোড়,নিমতলা,নিচাবাজার,স্টেশন বাজার,মাদ্রসা মোড় এলাকায় ঈদ কেনাকাটায় আসা মানুষদের পড়তে হয় চরম যানজটের মুখে।বাধ্য হয়ে পায়ে হেটে কেনাকাটা সহ প্রয়োজনিয় কাজ সাড়তে হয় সবাইকে।
এতে করে বাড়তি ভোগান্তি পোহাতে হয় সব শ্রেণীর মানুষকে।যানজট নিয়ন্ত্রনে বেগ পেতে হয় পুলিশকেও।এদিকে শেষ কর্ম দিবস হওয়ায় সকাল থেকে সকল ব্যাংকেই ছিল উপচে পড়া ভির।দীর্ঘ লাইনে দাড়িয়ে লেন-দেন করতে হয়েছে নারী-পুরুষ সহ সব ধরনের গ্রাহকদের।
