Home সাহিত্য ও সংস্কৃতি শেষ কোথায়-এম এম আরিফুল ইসলাম

শেষ কোথায়-এম এম আরিফুল ইসলাম

501
0
কবি আরিফ

শেষ কোথায়
এম এম আরিফুল ইসলাম

একা পথে ছুটে চলা
স্বপ্নগুলো হারিয়ে যাওয়া
ঐ আকাশের বুকে।
আমার আবেগ গুলো আকাশে থেকে
বৃষ্টির মত ঝরে পড়েছে মাটির বুকে
ভাস-ভাসা স্মৃতি গুলো
মেঘের বুকে নিয়েছে ঠাই।
কষ্ট সেতো প্রান্তী তোমায় পারিনি ছুঁতে
তুমি তো গিয়েছো ছুটে
দ্রুতলয়ে আলোর পথে…
আমি একা ধূসর অন্ধকার পথে
ছুটে চলেছি তুমি বিহীন
অজানা জীবন পথে…
প্রান্তী তুমি বলতে পারো?
আমার এই ছুটি চলার শেষ কোথায়!
শেষ কোথায় শেষ কোথায়…

Previous articleজাতীয় পার্টির নাটোর জেলার আহবায়ক আলাউদ্দিন মৃধা
Next articleচলনবিলে পাখি নিধন, রক্ষার দায়িত্ব আমাদেরই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here