Home বিশেষ সংবাদ শোকের মাস জুড়ে খাবার বিতরণ করবে লাভলী ফাউন্ডেশন

শোকের মাস জুড়ে খাবার বিতরণ করবে লাভলী ফাউন্ডেশন

76
0
লাভলী ফাউন্ডেশন খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে পুরো আগস্ট মাস জুড়ে রান্না করা খাবার বিতরণ করবেন লাভলী ফাউন্ডেশন। কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লাভলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য সিলভিয়া পারভিন লেনীর আয়োজনে শোকদিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা হয়। এসময় ১৫আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় শোক দিবস ও শোকাবহ আগস্ট উপলক্ষে গরীব, অসহায়-দু:স্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

লাভলী ফাউন্ডেশনের দয়ারামপুর ইউনিয়নের সমন্বয়ক রবিউল ইসলাম জানান, শোকের মাস আগস্ট জুড়েই সিলভিয়া পারভীন লেনী আপার আয়োজনে পুরো বাগাতিপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একমাত্র পৌরসভায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Previous articleবড়াইগ্রামে ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে কাঠ ব্যবসায়ী কারাগারে
Next articleস্বাবলম্বী করতে আশ্রয়ণ প্রকল্পের সেই নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here