Home বিবিধ সপ্তাহে ২ দিন মানবতার দেয়ালে পোশাক রেখে যান -সাংসদ কুদ্দুস

সপ্তাহে ২ দিন মানবতার দেয়ালে পোশাক রেখে যান -সাংসদ কুদ্দুস

647
0

নাজমুল হাসান নাহিদ, গুরুদাসপুর

যান্ত্রিক জীবনে কে রাখে কার খোঁজ। যে যার যার কাজে ব্যস্ত। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। কৃষকের সন্তান। তাই ভুলতে পারেনা পা ফাঁটা মাটি ও মানুষদের দুঃখ দুর্দশার কথা। ছুটে যান সেই সকল মানুষদের মাঝে, যারা এক বেলা খেয়ে না খেয়ে জীবন যাপন করছেন। তাদের কষ্ট ভাগ করে নেওয়ায় তার কাজ। বলছি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির কথা।

গত পহেলা এপ্রিল প্রভাষক সাংবাদিক মাজেম আলী ও সাংবাদিক নাজমুল হাসান নাহিদের উদ্যোগে গুরুদাসপুর উপজেলা চত্বরে ও থানার মোড় শাপলা চত্বরে স্থাপন করা হয় হত দরিদ্র ছিন্নমুল মানুষদের জন্য মানবতার দেয়াল। সেই মানবতার দেয়াল উদ্বোধন করেন সাংসদ আব্দুল কুদ্দুস। মানবতার দেয়ালের উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও সাংবাদিকসহ সচেতন মহলের গণ্য মান্য ব্যক্তিবর্গ।

মানবতার দেয়াল উদ্বোধনের সময় নিজের পরিহিত পোশাক মানবতার দেয়ালে রাখেন সাংসদ আব্দুল কুদ্দুস। সপ্তাহের দুই দিন মানবতার দেয়ালে নিয়মিত পোশাক রেখে যান সাংসদ আব্দুল কুদ্দুস। তিনি বলেন, মানবতার দেয়ালের উদ্যোক্তাদের স¦াগতম। মানবতার দেয়ালের উদ্যোক্তা প্রভাষক সাংবাদিক মাজেম আলী ও সাংবাদিক নাজমুল হাসান নাহিদ কে সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, এমন মহতি উদ্যোগে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমাকে আপনারা ভাল কাজে সব সময় পাবেন। হত দরিদ্র ছিন্নমুল মানুষদের জন্য এই কার্যক্রমকে আমি আবারো স্বাগত জানাই।

উল্ল্যেখ, “আপনার বিবেক কে জাগ্রত করুন,সহযোগিতার হাত বাড়িয়ে দিন” এই ¯েøাগান নিয়ে যাত্রা শুরু হয় মানবতার দেয়ালের। মানবাতার দেয়ালে লেখা রয়েছে, আপনার অপ্রয়োজন,হতে পারে অন্য কারো প্রয়োজন। আপনার অপ্রয়োজনীয় পোশাক মানবতার দেয়ালে রেখে যান, আপনার রেখে যাওয়া পোশাক আমরা পৌছে দিবো হত দরিদ্র ছিন্নমুল মানুষদের মাঝে। মানবতার দেয়াল বর্তমানে গুরুদাসপুর দরিদ্র সংস্থার একটি পোগ্রাম হিসেবে চালু রয়েছে।

গুরুদাসপুর দরিদ্র সংস্থার সভাপতি প্রভাষক সাংবাদিক মো.মাজেম আলী বলেন, আমাদের আশপাশের হত দরিদ্র ছিন্নমূল মানুষদের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। মানবতার দেয়াল স্থাপনের শুরু থেকেই আমরা অনেক ভাল সারা পেয়েছি। প্রতিদিন কেউ না কেউ আমাদের মানবতার দেয়ালে তাদের অপ্রয়োজনীয় পোশাক রেখে যান। সেগুলো আমরা পৌছে দেই হত দরিদ্র পরিবারের মাঝে।

এবং নাটোর-৪ গুরুদাসপুর বড়াইগ্রাম এর স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি মহোদয় আমাদের মানবতার দেয়ায়ে সপ্তাহে দুদিন করে নিজে এসে তার পোশাক গুলো রেখে যান। যারা আমাদের মানবতার দেয়ালে পোশাক রেখে আমাদের সহযোগিতা করছেন সকলের প্রতি আমাদের দরিদ্র সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আমাদের ভাল ভাল কাজে আপনাদের সব সময় পাশে পাবো।

Previous articleগ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নাটোরে বিএনপির সভা
Next articleসানজিদার পর চলে গেলেন শামিমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here