Home শিরোনাম সরকারি বরাদ্দে অনিয়ম হলে ফোন দিবেন-প্রতিমন্ত্রী পলক

সরকারি বরাদ্দে অনিয়ম হলে ফোন দিবেন-প্রতিমন্ত্রী পলক

214
0
সরকারি বরাদ্দে অনিয়ম হলে ফোন দিবেন-প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, সচ্ছতা ও জবাবদিহীতার সাথে সরকারের সকল অনুদান পৌছে দেয়া হচ্ছে। সরকার বিগত ১২ বছরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের যে উন্নয়ন করেছে অতীতে দীর্ঘ ৫০ বছরে তা হয়নি। ইসলামের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু ও তাঁর কন্যা সবচেয়ে বেশি কাজ করছে। যা বিগত কোনো সরকার করেনি।

তিনি বলেন, কোনো বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি হলে ব্যবস্থা নেয়া হবে। কোথায় কোন অনিয়ন ও অসংগতি, বিশৃংখলা হলে ০১৭৬৬৬৯৯৯৯৯ এই নম্বরে ফোন দিবেন।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন আয়োজিত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদানের ১৬ লাখ ৬৫ হাজার টাকার ডিও বিতরণ ও পৌর এলাকার ৭০ টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. রকিবুল ইসলাম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমূখ।

পরে প্রতিমন্ত্রী পলক পৌরসভা হলরুমে উপজেলার ৩১টি শ্রমিক সংগঠনের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস।

Previous articleনাটোরে ৫’শ রিকশা-ভ্যান চালক পেল প্রধানমন্ত্রীর অনুদান
Next articleতৃতীয় লিঙ্গের ২৬জনকে এমপি রত্নার ঈদ শুভেচ্ছা প্রদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here