Home শিরোনাম সরকারী গম চুরি: দুদকের মামলার পর ইউপি চেয়ারম্যান ও মেম্বার জেল হাজতে

সরকারী গম চুরি: দুদকের মামলার পর ইউপি চেয়ারম্যান ও মেম্বার জেল হাজতে

1334
0
সরকারী গম চুরিতে মামলা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের ছাতনী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকারের আত্মীয় বাড়ি থেকে ১’শ বস্তা (৬টন) সরকারি গম উদ্ধার করের ঘটনায় মামলা দায়ের করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার এবং সংরক্ষিত ইউপি মেম্বার শাহনাজ বেগম কে আসামী করে দূর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বাদী হয়ে এই মামলা দায়ের করে। পরে আসামীদের নাটোর সদর থানা হাজত থেকে আদালতে নেওয়া হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছে।

এরআগে গত বুধবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্ব পাড়া গ্রামের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নাত জামাই মৃত রুহুল আমিনের ছেলে কুরবান আলীর বাড়ি থেকে টিআর প্রকল্পের ১০০বস্তা (৬টন) সরকারী গম উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

Previous articleনলডাঙ্গায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ- আহত ৩
Next articleনলডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here