
নিজস্ব প্রতিবেদক:
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট হালিম খানের পিতা কোরবান আলী খান (৮৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি….রাজেউন।
শনিবার রাত ১১ টার দিকে নাটোর সদর হাসপাতালে হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে সহ সন্তান-সন্ততি নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকাল ১০টায় নাটোর কেন্দ্রীয় মসজিদের ঈদগা মাঠে তার জানাযা সম্পন্ন হয়। পরে গাড়িখানা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক হালিম খানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ ইউনাইটেড প্রেসক্লাবের সদস্যরা। তারে মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের পতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
