
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সাবেক জেলা প্রশাসক মুহাম্মদ গোলামুর রহমানের মৃত্যুতে মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহন করেন।
সাবেক জেলা প্রশাসক মুহাম্মদ গোলামুর রহমান কয়েক বছর ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর নাটোরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান তৎকালীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহাম্মদ গোলামুর রহমান। তিনি সে সময়ের জেলা প্রশাসক শাহিনা খাতুনের স্থলাভিষিক্ত হন। তিনি ওই বছরের ৯ই অক্টোবর নাটোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার ৪৫ দিনের মাথায় গোলামুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়। পরে তিনি বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের অধিনে খনিজ সম্পদ ব্যুরোতে যোগদান করেন।
গোলামুর রহমানের পরিবর্তে ২৬ নভেম্বর বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. শাহরিয়াজকে নাটোরের জেলা প্রশাসক হিসেবে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন মো. শাহরিয়াজ।
