Home শিরোনাম সিংড়ায় অবৈধ বানার বেড়া উচ্ছেদ করলেন প্রশাসন

সিংড়ায় অবৈধ বানার বেড়া উচ্ছেদ করলেন প্রশাসন

64
0
বানা উচ্ছেদ

সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অবৈধ বানার বেড়া উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১২ মার্চ) বিকেলে ইটালি ইউনিয়নের ইন্দ্রাসন বিলে ৩টি বানার বেড়া উচ্ছেদ করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

অভিযান সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার বিভিন্ন খালে কৃত্রিম বাধ তৈরী করে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল প্রভাবশালী ব্যক্তিরা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান জানান, অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ বানার বাঁধ অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, সিংড়া থানার উপ-পরিদর্শক আঃ রহিম প্রমুখ।

Previous articleসিংড়ায় ১২’শ কৃষক পেল বিনামূল্যে পাট বীজ
Next articleনাটোরে দেশ রুপান্তরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here