
নাটোরের সিংড়ায় আড়াই শতাধিক জবাই করা চাকলা ও চড়ুই পাখি উদ্ধার করেছে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়ার মাদ্রাসা মোড়ের সুবর্ণ সরোবর এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, কালো একটি কাপড়ের ব্যাগে জবাইকৃত বিভিন্ন প্রজাতির পাখি কেনা বেচা হবে এমন খবর পেয়ে পরিবেশ কর্মীরা সেখানে অবস্থান নেয়।
কিন্তু পাখি শিকারী টের পেয়ে সুবর্ণ সরোবর এর সামনে জবাই করা পাখি ভর্তি ব্যাগ রেখে পালিয়ে যায় । পরে জবাই করা পাখি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মাটিচাপা দেয়া হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান কামরুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী আব্দুর রশিদ, আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইউএনও মাহমুদা খাতুন মুঠোফোনে বলেন, চলনবিলে পাখি শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আর এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
