
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় গ্রাম্য শালিসে এক নারীকে বেত্রাঘাত ও গলায় জুতার মালা পড়িয়ে ঘোরানোর অপরাধে ৪ জন গ্রাম্য মাতব্বরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
শুক্রবার ভোর রাতে তাদের উপজেলা ডাহিয়া ইউনিয়নের পূর্ব ভেংড়ী গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত হল পূর্ব ভেংড়ী গ্রামের আব্দুস সালাম (২২), হাফিজুর রহমান (২৮), ইব্রাহীম (২৪) ও আব্দুল হামিদ (৪২)।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার উপজেলার পূর্ব ভেংড়ী গ্রামে প্রবাসীর স্ত্রীর সাথে ঘরে আমির হামজা নামের এক যুবক আটক করে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম্য শালিসে ১০০ বেত্রাঘাত ও জুতার মালা পড়িয়ে ঘোরানো হয় এবং যুবকের দশ হাজার টাকা জরিমানা করে গ্রাম্য মাতব্বররা।
পরে তাদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। বিষয়টি জানার পর তাৎক্ষণিক নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
আর এই ঘটনায় এই মামলার বাদী ওই ভূক্তভোগী নারী এবং এখন পর্যন্ত ৪ জন কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর বাঁকী আসামীদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি।
